একাকিত্বের ভাগচাষি
আমাকে কেউ কবি বলুক, এটা আমি চাইনা। তার'চে বলুক কবিতার দাস। সাদা পাতায় এক একাকিত্বের ভাগচাষি মাত্র।
এই কুটিরের কোনো ব্যালকনি নেই। নিশ্চিত চাঁদের আলো প্রবেশের মতো নেই চোরা গলি। মায়ের আদরও দলা পাকিয়ে গেছে বহুদিন---
এক পলক প্রার্থনা আর চিনির পাত্রে জড়ো হওয়া পিঁপড়ে কখনও মৃত হৃদয়ের পাশাপাশি দাঁড়ায়, বিড়ালের চক্ষুজুড়ে নেমে আসে অপেক্ষা...
রোদ ধরতে গিয়ে ইদানীং জল গড়িয়ে নামছে হাতের তালু দিয়ে
ছুরি
অথচ ঘোড়া দৌড়ের মাঠের সামনে দাঁড়ালে নিজেকে যোদ্ধা মনে হয়না। কিন্তু অভিমন্যু প্রিয় চরিত্র বলে, সেদিন মা খুব কেঁদেছিল। তারপর থেকে আর কখনই ছুরি মারার দৃশ্য দেখা হয়নি---
এখন শুনছি নিজেকে বাঁচাতে গেলে ট্রাফিক সিগনালে কারো কারো পকেট কাটা উচিত!
No comments:
Post a Comment