আকাশ ভরা বৃষ্টির শব্দে তোমার নাকি ঘুম আসে!
তবু চোখের বৃষ্টিতেই ছুটেছে আমার সমস্ত ঘুম!
হঠাৎ বৃষ্টির নামা জলের বুকে কাগুজে নৌকো দেব ছুড়ে!
দুই মনের কিলোমিটারের দূরত্ব দেব ঘুচিয়ে বিলক্ষণ।
আমারও পাঁজরের নীচে নাকি একটা হৃদয় আছে!
মহাকাল থেকে পেয়েছি যত বিশৃঙ্খলার নির্বাসন!
আঘাত বিষন্নতায় থার্মোমিটারের পারদ ছুঁয়েছে,
কান্নার রোল নাকি বৃষ্টির সুর কে জানে তা বিচক্ষণ!
ভেজা গোলাপের গন্ধ কৃষ্ণপক্ষের বিদঘুটে অন্ধকারে থমকে!
সোঁদা মাটির ঘ্রাণেও কী অদ্ভুত বিরক্তির চন্দ্রগ্রহণ!
যেখানেই থাকি দূরের বারান্দায় বিচ্ছেদের বন্দিতে এঁটে,
শুধু হৃদয় জানে আমার তোমার জন্য ভালোবাসা আছে সর্বক্ষণ।
No comments:
Post a Comment