স্পর্শবর্ণ
বুকপকেটে লুকানো কলম শরীর
তোমার দীর্ঘায়ু কামনা করি
আমার সাতজন্ম তোমাকে দিলাম।
বিশুদ্ধ বোবা শিশিরের অভিমুখে
সিঁড়িটা লুকিয়ে লুকিয়ে উঠে গেছে
তিনতলায়
ভগ্নাংশ মুহূর্তে পিছু পিছু হেঁটে যাওয়া
পদগুচ্ছ
সুন্দর বনে খুঁজে চলে তোমার উড়ন্ত চুল
স্পর্শ বর্ণের গায়ে পড়ে প্রশ্বাসের প্রতিধ্বনি।
অক্ষাংশ বরাবর হাঁটছো তুমি
বৃত্তাকার পথে
ভেসে থাকা দ্বীপের আকর্ষণে ছুটছে
সমকোণী বায়ু
আর সময়ের সাথে সাথে
সাগরের যতটুকু ঋণ
ফিরিয়ে দেয় অলকাপুরী মেঘ।
গল্প
সম্মোহনের মায়াবী আলোয়
গালভরা হাসি নিয়ে চাতুরী
মিছরি অভিনন্দন কবিকে।
নুইলেই দেখা যায় ভাঙা দাঁত
বুকপকেটে লুকিয়ে রাখা ছলাকলা।
যেকোনো সংশয়মূলক চরিত্রে
খুব সহজেই ঈশ্বরকে দিয়ে
অভিনয় চালিয়ে নেওয়া যায়।
ছাড়ো, ওরা জ্বলেপুড়ে মরুক।
আমরা বরং হাঁটি হাঁটি পা পা করে
এগিয়ে যাই সরলরেখ পদচিহ্নে
পিছনে পিছনে আসুক ঢেউ।
চলো, এবার সমুদ্রসৈকতে বসে
ভাঙা পমফ্রেটের সাথে
একসমুদ্র গল্প হয়ে যাক।
No comments:
Post a Comment