স্বপ্ন দেখি
কিছু স্বপ্নের স্মৃতি ,
আমার ধুলোমাখা, কাদামাখা হাত পা বেয়ে
ছুঁয়ে যায় প্রতিটি লোমকূপে।
আমার অতৃপ্ত চোখের মনি
খুঁজে বেড়ায় হারানো কোনো সময়।
স্নান করে নিই বিস্মৃতির অতলে যাব বলে—
রৌদ্রস্নান। তপ্তমাটি, কোনো অনাগতের
ডাক আমাকে পিছু ডাকে।
দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ ,
থেমে যায় আমার রক্তাক্ত দুটো পা।
আবার হাঁটতে শুরু করি
একলা, বড়ো দীর্ঘ এ পথ।
আমার দুপাশে শুধুই শবের অট্টহাসি,
উপহাসে উড়িয়ে দিতে চায়
আমার কবিতার অক্ষরগুলি।
আমি আবার স্বপ্ন দেখি
আবার ছবি আঁকি রং মাখা তুলি নিয়ে।
No comments:
Post a Comment