শূন্য ডিগ্রি ওম
বিশ্বাসের মগজে ব্যাধি,পচনশীল ছাদ
নিরক্ষরেখা অতিক্রম করে এযুগের চাঁদ
পানসুপারিতে আস্থা নেই বলেই বিশ্বাসী
কোর্ট ম্যারেজই ভরসা পর-নির্ভর পানসি
গলগ্রহ অভিমানগুলো বাতাসে পোড়ে
অস্থির সময় নাড়া দেয় শরীরে শরীরে
নাচানাচি, হুল্লোড়, উৎফুল্ল আবীরের ফাগ
হিংসাগুলো দাঁত খুলে হাসে
ভালবাসা খুবলে খেয়েছে শেষে
কী দিয়ে দুর্বল স্মৃতিপত্রে ফোটাবে নীলপরাগ
থার্মোমিটার উঠানামা করে স্মৃতির সোপানে
জীবন ওমশূন্য হলে,পারদ দাঁড়ায় কোনখানে
বিষাদ হলুদপাতা
সংযম সান্ধ্যজল স্বীকৃতির রূপান্তরিত ফল
মানবিক চোখ বিরল সমষ্টিগত বিষন্ন মঙ্গল
যুক্তিমার্গের পথে ইনসাফ চাইছে বিচার
অভাবে স্বভাব নষ্ট যার --
নগ্নচরণ কাঁটাপথ ফুলের বালিশ পেতে
রোদ শুয়ে থাকে রঙিলা বউয়ের পিঠে
নখের ধূসর প্রলেপ,ঠোঁটে ঠোঁট ছোঁয়া
সহনশীলতা,ঙবটগাছ সম ঐশ্বরীয় কায়া
মৃত্যুর পালক উড়ুক, ঝরুক বিষাদের পাতা
দু'ফোটা অশ্রু মগ্নআলোয় হোক পদাবলী গাথা
বাহুবলী, বিত্তশালী ,মেষশাবক তুই উন্মনা চাঁদ
উজবুক ভেবে,কেড়ে নিস মর্যাদা ,জ্ঞাতি, হ্লাদ --
বালিবাঁধ শক্ত,কঠিন, অনমনীয় তথাপি ভঙ্গুর
সে গুড়ে বালি, চারদিকে শুধু বাঁচার ঐক্য সুর
No comments:
Post a Comment