কেন জানি
কেন জানি তোমাকে খুব বিরক্ত করতে ইচ্ছে করে...
কেন জানি মেঘেদের দেশে তোমার সুন্দর মুখটা খুঁজতে ভালো লাগে....।
কেন জানি এলোপাতাড়ি তারা'র মাঝে তোমার নামটা মেলাতে ভালো লাগে,
কেন জানি বাতাসের মাঝে নাক ডুবিয়ে তোমার গায়ের ঘ্রাণের অপেক্ষায় থাকতে ভালো লাগে।
কেন জানি রাত ভর জেগে-জেগে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে,
কেন জানি বকুল ফুলের মালা গাঁথতে ভালো লাগে....।
কেন জানি প্রজাপতির পিছু পিছু ছুটতে ভালো লাগে
কেন জানি পাখির গান চির অভিনব লাগে....
কেন জানি হেমন্তের কোকিলের সুরে, তোমার নাম ধরে ডাকতে ইচ্ছে করে
কেন জানি শিশির ফোঁটা বৃদ্ধা আঙ্গুলে নিয়ে-- তোমার মেঘ কালো চুলের সিঁথিতে দিতে ইচ্ছে করে,
কেন জানি তোমাকে চির আপন করে কাছেতে পেতে এ মনে- আজ বড় সাধ জাগে.......!!!!!
No comments:
Post a Comment