সমুদ্রপ্রেম
বালুচরে হেটে চলেছি নুরি কাঁকড় সাথি
আহ্নিকে সময় চকচকে সিলিকার মতো স্মৃতি
জলকাঁচে সাদাফ্যানা আঁকাবাঁকা পথচলা
আছড়ে পরে কূলে এসে ঢেউ বেলাঅবেলা
নীল মিশেছে নীলে ঐ দিগন্ত রেখায়
সমুদ্র আর আকাশের ভালোবাসা মন ছুঁতে চায়
মাথার উপর বিস্তৃত নীলাভ সামিয়ানা
মারিয়ানার বুকে হারাতে চায় ইচ্ছেডানা
চোখহারানো কোনো মাস্তুল দূরে বহুদূরে
ফিরে আসার প্রতিক্ষায় বিন্দু হয়ে যায় সরেসরে
গভীর থেকে গভীরতর অতল স্পর্শ আমায় গ্রাস করে
বারবার আমি ডুবোজাহাজ হই তোমার নোনতা শরীরে
স্বনিত
আকাশের মন খারাপি অ্যাটিটিউড্ কালবৈশাখী
মেঘের চোখ ঢাকা ঝাপসা গ্লাসে মুশলধারা বৃষ্টি
তোমার ঐ উথালপাতাল সর্বনাশী তীব্রতর হুঙ্কার
মিশমিশে ঘনকালো জটাধর রুদ্রমূর্তিধারী ডঙ্কার
একনিমেষে সব এলোমেলো হঠাৎ বাতাসের পাগলামো
ভয়ে সব তটস্থ অনেক করেছো তছনছ এবার একটু থামো
কত ভালো স্নিগ্ধকর ঝলমল উন্মুক্ত সূর্যের হাসি
কি এমন হল বিষন্ন সুনসান রোদ্দুর আর অম্বরের ভালোবাসাবাসি!!!
মনোযোগ হারায় উন্মাদ নির্জন অন্ধকার
জানালার পর্দা ওড়ায় সীমাবদ্ধ শূন্যতার!!!!
No comments:
Post a Comment