সততা
একটি অনুভবহীন শব্দ
ঘুমিয়ে থাক শব্দকোষে
পারদের ঝড়ে সন্ন্যাসী হলে
সকালের আয়নায় দেখো
তোমাকেও দেখছে কোনো বক
একটি অনুভবহীন শব্দ
ঘুমিয়ে থাক শব্দকোষে
পারদের ঝড়ে সন্ন্যাসী হলে
সকালের আয়নায় দেখো
তোমাকেও দেখছে কোনো বক
ঘষা কাচের কাছে কে রাখে
ফেরত আলোর প্রত্যাশা
পাত্তার কথা কখনো ভাবেনি কচ্ছপ
রোদমাখা দিনে জয়ধ্বনি তুমি মাখো
ফেরত আলোর প্রত্যাশা
পাত্তার কথা কখনো ভাবেনি কচ্ছপ
রোদমাখা দিনে জয়ধ্বনি তুমি মাখো
নাম অক্ষরে যে মুখ দেখা যায়
সে কি তোমার!
কাচের বয়ামে পুষে রাখা
গোপন সংশয় নদী হলে ক্ষতি কি
সে কি তোমার!
কাচের বয়ামে পুষে রাখা
গোপন সংশয় নদী হলে ক্ষতি কি
চাঁদের বাড়ির ঠিকানা নিয়ে চোখে
স্লেট চর্চায় পেরিয়ে গেছো মাঝ আকাশ
এবার খুলে ফেলো বর্মটুকু
প্রদীপ শিখায় কোথাও কম হবে না
তোমার ঔজ্জ্বল্য অথবা সৌজন্য শৃঙ্গার...
স্লেট চর্চায় পেরিয়ে গেছো মাঝ আকাশ
এবার খুলে ফেলো বর্মটুকু
প্রদীপ শিখায় কোথাও কম হবে না
তোমার ঔজ্জ্বল্য অথবা সৌজন্য শৃঙ্গার...
সিঁড়ি
উৎসের আলো কেন আটকে রাখো আড়াল
কিসের সকাল পাখিদের ভিড়ে
ইঁদুর প্রকল্পে ভিজিয়ে চাল ডাল
কিসের সকাল পাখিদের ভিড়ে
ইঁদুর প্রকল্পে ভিজিয়ে চাল ডাল
উঁচু দেওয়াল ঠিক মানুষেরই মতো
শুনবে কি আর্তি-আবদার
দিয়েছো ঘটিভরা জল
শুনবে কি আর্তি-আবদার
দিয়েছো ঘটিভরা জল
এগিয়ে যাও
ছায়াহীন হও
সিঁড়ির ওপরে ধ্রুবক -- বুদ্ধি ও বল
ঘরের দাওয়ায় এসেছে ধ্রুব
বিবাগী হাওয়া থামো,
থামিয়ে রাখো কিছুক্ষণ আগুন ধোয়া জল...
ছায়াহীন হও
সিঁড়ির ওপরে ধ্রুবক -- বুদ্ধি ও বল
ঘরের দাওয়ায় এসেছে ধ্রুব
বিবাগী হাওয়া থামো,
থামিয়ে রাখো কিছুক্ষণ আগুন ধোয়া জল...
No comments:
Post a Comment