হয়তো একদিন
একদিন জানি গুছিয়ে নিয়ে সবাই
হয়তো ঠিকই করবে আমায় জবাই
মাটির সাথে মিশিয়ে দেবে আমার পরিচয়…
অনেক দূরে হয়তো সেদিন আমি
করবো হিসাব কোনটা ছিল দামী
কাঁদবে সেদিন বুকের যত জমানো সঞ্চয়…
হয়তো সেদিন তুমিও ওদের মতো
মিশবে স্রোতে, থাকবে না আর ক্ষত
খুঁজবে না আর তেমন করে ‘আমার পাগল কই…’
বুঝবো সেদিন এগিয়ে গেছো দূরে
নতুন স্বপ্নে, নতুন কোনো সুরে
বন্ধ করে উপন্যাসের অন্ধকার এক বই…
নিস্তার
এপাড়া ওপাড়া ঘুরে আগুন খুঁজি
বাড়ি ফিরি সাথে নিয়ে একমুঠো ছাই
ভালোবাসা ধুলো মেখে কান্না লুকোয়
চুপিচুপি এই মনে চেতনা জ্বালাই
রেলিং-এ হেলান দিয়ে উড়িয়ে দিই কপ্টার
মেঘ এসে ঢেকে দেয় আকাশের কেয়ামৎ
চোখ বুজে গুনে রাখি বাতাসের নামতা
সাগরে বিছিয়ে রাখি মনের টেবিলক্লথ
ফেরারী হাওয়ায় ওড়ে ভাবনার পেটকাটি
কারুকাজ মেলে ধরে করে যাই বিস্তার
খামের ভেতরে যত চিঠিদের জন্ম
বহু আগে তারা সব পেয়েছে যে নিস্তার
গঠনে মলম দিই, ঝুলিয়ে দিই দড়ি
পুড়ে যায় রোদ লেগে পুরোনো রাজত্ব
আগলে রেখেছে যারা তারা সব বোকা
এমনিই বেঁচে থাকে আসলে যা সত্য
No comments:
Post a Comment