বিহঙ্গ
আমি রোজ আকাশ মাপি
প্রেম ও শবের ছবি এঁকে
দূর দূরান্তে মিলিয়ে যায়
ভালোবাসার রকেট দাগ
সন্ধিক্ষণে...
ঘাম
সংসারের প্রয়োজনে প্রিয়জন ঘর্মাক্ত
ভিতরের রক্তরং দেখা যায় না
একটা রক্ত গোলাপ
আরও প্রিয় হয়...
পরকীয়া
ভেসেছিলো ঘোষের বৌ
প্রিয় হলো অন্য কেউ
আয়ানের কি দোষ
নদীকে বাঁধতে চায় রোজ...
সত্য
খিল দেওয়া দরজা খুলে
সব পথ মিলিত হয়
অন্ধকারের দেশে
সংসারে সেজন থাকে
দূরে নয় সাথে সাথে...
No comments:
Post a Comment