মানবজমিন
বিশ্বাস ভরা গভীর চোখে
আমিও তাকিয়েছি
বিহ্বলতায় তুমিও বুকে
টেনে নিয়েছো।
মনের অজান্তে আপন বলে
মেনেও নিয়েছি
এমনই আন্তরিক ছিলো
তোমার প্রতিটি স্পর্শ ।
সীমারেখা ছাড়িয়ে কখন যেন
ছুঁয়ে গেছি তোমার প্রতিটি
অণু পরমাণু বা আদি কণা।
বুঝতেও পারিনি কখন যেন
লীন হয়ে গেছে...
আমি তুমি বা বিপরীতমুখী
দ্বৈত সত্তাদ্বয়!
শেষ ঋতুচক্রে প্রজাপতি ফুল
ঘাস মাটি নিবিড় হয়ে আসে
নূতন ঘ্রাণের ছবি আঁকে
আমাদের মানবজমিন.....
"র"
অববাহিকাও মোহনার মধ্যবর্তী সীমারেখায়
ব্যঞ্জনবর্ণ "র"
"র"তে রাই
"র"তে রাগ অনুরাগ
"র"তে রক্তিম
"র"তে রিরংসা
এত"র"কে ছুঁয়েও নদীর নিজস্ব অববাহিকা আজো মোহনায় ফিরতে চায়!!
নীলাভ অববাহিকায় সবুজ জলজ ঘ্রাণ
মোহনা আন্তরিক অভিপ্রায়ে কাছে ডেকে
নিতে চায় সমস্ত অভিযোজিত জলবিন্দুকে।
অববাহিকার রিরংসায় মোহনায় একাত্ম হয়ে মিশে যায় আদি অকৃত্রিম "র"এর সমস্ত সূত্র বা সমাধান....
No comments:
Post a Comment