লাটে
মুছে গেছে সম্ভাবনা শিল্পই ভাস্কর্যের মূল
অযথা চক্ষুশূল কিছু ভুয়ো অজুহাত
মর্মে গাঁথা পাথরের প্রাণ ।
তবু যা ফুটে আছে, তা অসুখ। থাকুক,--
থরে থরে সাজানো বন্দীস আর মেঘছায়া
বৃষ্টির উচ্ছ্বাস কলেজ হাসপাতালে ।
নেমে গেলে বনেট বানায় নেত্রী
রুমাল কখনও আত্মহত্যায় পারদর্শী নয়
কিন্তু বহু ধর্মকে ধাঁধা লাগায়।
ঘুম
কত সহজে ফলে খাদ্য ও তামাক মাঠে ঘাটে
কিছু লতা কিছু বিরুত জাতীয় গাছ মিলে মিশে
স্বপ্ন বোনে চাষীর ঘরে,উঠোনে আর মাচায়।
তামাক ক্যানসারের কারন জানে না বুঝি
শুধুই নেশার বস্তু ফলিয়ে লাভ আর কত
তবু তো চাষীকে দেনার দায়ে মরতে হবে।
ঘুমের ভিতর থেকে তুলো আসে,আসে ইক্ষু,মধু
আর আসে নর নারী পানসে পান ও কলা
বৃষ্টি এলে ভয় না তো ঈশ্বরের পরম করুণা
আত্মকথন
আমি অনেকদিন ধরেই দেখছি ,যা কিছু ভাবছি
সেগুলো অন্য কারো ভাবনা,অন্য কারো লেখা
কোনোটাই আমার নিজের ভাবনা বা লেখা নয়।
ভেঙে যাচ্ছে সময়।ভেঙে যায় সমষ্টি।
ক্ষুদ্রের সঞ্চয় নিয়ে ইতিহাস হাঁটে।
ক্লিশে হচ্ছে আরণ্যক।রোগা হচ্ছে নদী।
সমগ্রের সিন্দুক লুটে নেয় দল।
বিস্তার ফুরিয়ে গেলে ফুটে ওঠে ঘাট।
ঘাট ছুঁয়ে পড়ে থাকে একরত্তি ডোবা।
ডোবার জলে স্নান সারে সমগ্র গ্রাম সমাজ।
সমাজে গায় না কেউ খোলা গলায় গান ।
বিশ্বাস
একদিম এমন ছিল চাতকের গান
গায়ে মেখে বিজ্ঞাপন দিতে যেত
তারা সব মহুয়া ফুলের বনে হারায়
যদিবা কিছুটা দেখেছি সেটুকুও ,--
অপ্রাপ্তির নোঙর ফেলে নেমে গেছে ।
দূর মধ্যাঞ্চলের বনরেখায় পাহারকল্মীর ঝাঁক
বসে থাকতে থাকতে কাজ না পেয়ে গরম ভাতের স্বপ্ন
এলেম না থাকলে রাজনীতি ? চাবুক মারলে ছুট ।
শামুকের শীত গ্রীষ্ম । ভয়াবহ বারিক সাঁওতাল
ওর কাছে মাতাল আর প্রতিবাদী এক
কিভাবে প্রতারনার জবাব খুঁজবে ? একটু পান !
বিশ্বাস ফিরে পাবার জন্য । তিলে তিলে ক্ষয় ।
আবর্জনার স্তুপে হ্যারিকেন আলো ।মোমবাতি --
জ্বলে থাক ! যতক্ষন না মগড়বের চাঁদ সাদা মেঘে ঢাকে
অন্যন্য গাজোয়ারী কসাইখানা ভ্যানিশ শিশুপাল ---
No comments:
Post a Comment