রঙ-তুলিতে,
বিলীন আকাশভরা তারা;
কল্পনার ক্যানভাস,
স্মৃতির দরজায় স্বপ্নের কড়া নাড়া!
বন্ধ জানালায় অতৃপ্ত আবেগ,
বাতাস ছুঁয়ে যায় বারুদগন্ধ-
জীবন আধপোড়া যেন!
আলো-আঁধারের মায়াভ্রম,
ঢাকে স্বপ্নের শরীর;
তুলি থেকে এলোমেলো ঝরে পড়ে-
রক্ত-রঙ!
অবচেতনের স্তর ভাঙে,
চমকে ওঠা,বারবার;
কাঁপা হাতে হাতরে খুঁজি অস্পষ্ট ভবিষ্যতের সীমারেখা।।
কিশলয়
ঘনীভূত আবেগে গাঁথা-
একবুক নরম পলি,
খোলা ইচ্ছের গায়ে
খেলা করে অলস প্রহর,
তৃপ্তির আধবোজা চোখ...
কলমের ডগায় হঠাৎ জ্বলে ওঠা আগুন!
আরামে ঘুমিয়ে পড়া ইচ্ছেরা রক্তমাংস চাটে!
আশংকার বাতাসে কাঁপা আকাশ,
শিকড়ে-বাকড়ে শীতল থরথরানি,
নিপুণ হাতে ছুরি কাঁচি চালায়
তৃষ্ণার মনোভূমিতে!
চাতক চোখে অপেক্ষায়;
উদ্ভ্রান্ত সময়ের থেকে জন্ম নেওয়া পরিবর্তনের কিশলয়!!
No comments:
Post a Comment