১৪৭/
প্রেমের মধ্যেই আছি
আলাদা করে লিখিনা তাই
লিখিনা খুচরো কষ্ট আর শান্তনার কথা
দেবদারুর মাসগুলো চলেগেল
চৈত্রের দিকে
আলাদা করে লিখিনা তাই
লিখিনা খুচরো কষ্ট আর শান্তনার কথা
দেবদারুর মাসগুলো চলেগেল
চৈত্রের দিকে
খালিগলায় গানের মতন এক একটা রাত
মনের মধ্যে নোঙর নামিয়ে
শেকড় বাকড়ে গেঁথে নেয় শরীর
আর তার স্পর্শ সুখ
মনের মধ্যে নোঙর নামিয়ে
শেকড় বাকড়ে গেঁথে নেয় শরীর
আর তার স্পর্শ সুখ
আগুনে পুড়ে যাবার সুখ,তাকে মাথুর
বলছি কী? বলছি না---
বলছি কী? বলছি না---
প্রেমের মধ্যে যতদিন বাৎসায়ণ থাকে
ততদিন পাড় ভাঙেনা, কেবল দূরত্ত
পেরোনো থাকে
ততদিন পাড় ভাঙেনা, কেবল দূরত্ত
পেরোনো থাকে
বাৎসায়ন চলেগেলে পাড়ভাঙা শুরু
যে দিকে ভাঙন সেদিকেইতো আছি
ভাঙনের দিকের প্রেম ধারণ করে-
ধরে রাখে না
ভাঙনের দিকের প্রেম ধারণ করে-
ধরে রাখে না
১৪৮/
কলম কিনতে বেরিয়ে
দোকানের আয়নায় দোকানীর মুখ
আহ্লাদ নেমেএলো
গোপোন কলমে লিখলাম তার নামে
বেনামী চিঠি
দোকানের আয়নায় দোকানীর মুখ
আহ্লাদ নেমেএলো
গোপোন কলমে লিখলাম তার নামে
বেনামী চিঠি
ইদানিং বহুমাত্রিক দোষে কিছু কিছু কথা
স্বিকারোক্তির মতন এঁকেফেলি
অতখনি হাতছানি ছিল দৃশ্যের
স্তনে
স্বিকারোক্তির মতন এঁকেফেলি
অতখনি হাতছানি ছিল দৃশ্যের
স্তনে
আমি সাদাকালোর অভ্যেস মুছেফেলে
খানিক রঙ মাখলাম- আর একটা মাছের
সন্ধ্যা নেমে এলো একোরিয়ামের
পৃষ্টায়
খানিক রঙ মাখলাম- আর একটা মাছের
সন্ধ্যা নেমে এলো একোরিয়ামের
পৃষ্টায়
না না এটা পুরোনো সংখ্যা নয়
তুমি ইদানিং ভাবছনা কেন?
ইদানিং আমি ঢেউটা আর উপেক্ষা করিনা
তুমি ইদানিং ভাবছনা কেন?
ইদানিং আমি ঢেউটা আর উপেক্ষা করিনা
বয়স যখন খানিকটা উপেক্ষা দিচ্ছে
No comments:
Post a Comment