দায়
এই যে প্রতিদিন তোমার বিকেল পাল্টে যায়,
মুহুর্তে বেঁচে নাও যৌবন,
কারণ ছাড়াই হাত ঢুকিয়ে দিয়েছ জামার ভিতর
বোতামগুলি খুলে যাচ্ছে টুকটাক
দুটো বুকের আয়তন মেপে বদলে যাচ্ছে সময়,
বাধা না দেওয়ার দায় আমার বলতে পারো
বা সমাজ।
আহার্য ভেবে স্কুটিনি করার প্রয়োজন বোধ করিনি কবেও
শেষ বিকেলে পাশে বসাবো,
অথচ জ্যাকেট খুলবো না
তোমার রেগে যাওয়াটাই স্বাভাবিক।
No comments:
Post a Comment