সব মিথ্যে জেনেও হাতকড়া পরি।
সংক্রান্তি বড় একলা; গৃহযুদ্ধের পাঁচিল
ও জমে যাওয়া মোম যেন স্তনসম্পন্না নারী।
তাই, সব মিথ্যে জেনেও হাতকড়া পরি।
যখন উষ্ণ বিকেলে আঁচল পেতে রাখে মগ্ন শর্বরী।
কথা তো রাখাই ছিল।খেলাপ করে কি'ই বা পেলে?
সাড়ে তিনহাত বালুচরী...
কোনারকের প্রচ্ছদে লেগে থেকো--
ছায়া কখনো পড়বে না শ্রীপায়ে,
বেঁচে থাকলে ইতিহাস হোয়ো,অথবা বালিয়ারি।
আমি সব মিথ্যে জেনেও হাতকড়া পরি।
সংশোধন হইনি,সংশোধনের বিপক্ষে দাঁড়াই
তুমি তো নিষিদ্ধ পুঁথি,সাগর সঙ্গমে,ভারতবর্ষের'ই।
No comments:
Post a Comment