সাজানো
যখন ক্লান্তিরা ইটভাটার মাটির স্তুপের মতো উঁচু হতে থাকে
কাজের একঘেয়েমি এক একটা ইট কেটে মনখারাপের পাঁচিল তোলে,
তখন আমার মনের নিরুদ্দেশ যাত্ৰা শুরু হয় চেনা থেকে অচেনা প্রান্তরে
এখানে মানুষ আমায় চিনতে পারে না , হারিয়ে যাওয়া তাই অনায়াস
এই অচেনা প্রান্তর থেকে কিছুটা আকাশ নিয়ে আসি সাথে করে
তার সাথে মেঘ আসে ,বৃষ্টি আসে ,খেলে বেড়ানো বাতাস আসে
দূরের মস্ত পাহাড়গুলোকেও নিয়ে আসি চুপিচুপি চোখের ক্যামেরায়
তারপর এদের সাজিয়ে রাখি ঘরের টেবিল আর মনের দেওয়াল জুড়ে...
ফুটো
আমি কখনো চাইনি আমার আর আকাশের মধ্যে কোনো ফুটো থাক
আর সেই একটুখানি ফুটো দিয়ে আমি আকাশ দেখি আর আকাশ আমায় দেখে
অথচ এই অলিখিত ফুটোতে যেন আটকে গেছে সব গোছানো সময়
এখন এই সংকীর্ণ পথ দিয়ে রোদ এসে আমার স্বপ্নের পা টিপে দেয়
রাতে চুপিচুপি জ্যোৎস্না এসে আমার চশমার চোখ খোঁজে
কিছুটা বাতাস এসে পাল্টে দেয় আমার স্বপ্নের বইয়ের পাতা
বৃষ্টির সাথে জেগে জেগে আজকাল ভেজা বিছানায় রাত পাহারা দিতে হয়
সকাল উঁকি দেয়,রাত উঁকি দেয় শুধু সে আসেনা যে ফুটোটা বন্ধ করবে !
No comments:
Post a Comment