কাট
তোমাকে ব্যবহার করতে আমার বড় সুখ
তোমাকে সিঁড়ি করি উদ্দ্যেশের ছাদ খাব বলে
কবিতা নয়, কবিই এখন জটিল এক তত্ত্ব
গভীর গবেষণা প্রসূত এক স্টাডি মেটিরিয়াল
যেখানে জারণ জায়েজ হয়ে বসে থাকে
বসে থাকে ফন্দিফিকির আর অপেক্ষার তুলো
সবটুকু জল শুষে নিয়ে কোন হার্বাল থেরাপি
হাঁটুমুড়ে অপেক্ষার হাত ধরে l
এই টুকু রেখে কবিতার বাকি অংশ
সম্পাদক মহাশয় ডকস্ ফাইল থেকে কাট করে দিলেন l
সেই সব দূরত্ব
সেই সব দূরত্ব আজ মাঠঘাট পার হয়
শান্ত লোকালয় পেছনে ফেলে
দূরপাল্লার বাস ধরে
হাইওয়ে দিয়ে যখন সে গড়িয়ে গড়িয়ে যায়
দূরত্ব মাপে স্পিডোমিটার
কম্পনে জাগে ফেলে আসা দিনাঙ্ক
সব চরিতার্থতা হিমঘুমের কাঁথা জড়িয়ে নেয় l
অসফল হাওয়া তাকে ঠেলতে ঠেলতে
এবড়োখেবড়ো মাঠে দাঁড় করিয়ে দেয় l
দিনান্ত আর সেই দূরত্ব মুখোমুখি বসে
সমকামি তার গল্প শোনে l
No comments:
Post a Comment