ভালবাসা রঙের বেডকভারটি
মশারির বাউন্ডারি ভেঙে তুলোর আবেশ গুলি
উড়িয়ে দ্যায় রাতের জ্যোৎস্নায়।
নাইটবাল্ব নামক মেগাপিক্সেল সযত্নে ভাঁজ করে রাখে প্রতিটি মৈথুন-কলা...
বেডকভারটি সারাদিন রোদ খায়
হাওয়ায় দোলে
আর গোধূলির রাঙা আলোয়
পাটভাঙা হয়ে সাজতে বসে
ষোলকলায় চাঁদ -
রাত-জলসার অপেক্ষায়।
আইলাইনারে নীল আগুন
অনুকূুল হাওয়া পেয়ে জ্বলে ওঠে ফুল ফোটা বিছানায়...
আয়তক্ষেত্রের পাশে একটি ত্রিভূজ
প্যারাট্রুপার হয়ে ভেসে বেড়ায়
গ্রিনল্যান্ড সিগন্যালের অপেক্ষায়...
দিনবদলের মাকু
আলনায় ঝুলছে আমার অগোছাল দিন
কড়িকাঠ থেকে নেমে আসে বোবা রাত
পুরনো পাজামার দড়িতে অসংখ্য গিঁট-
হাতে হাত রেখে হরিবোল সং...
শতরঞ্জ কি খিলাড়িরা নাক ডাকে
গাঢ় ঘুমের ইন্ডিকেটর বাজিয়ে
আমার খাটের বাজুতে পেঁচিয়ে থাকে
দুশ্চিন্তার লতানো গাছ।
সূর্যমুখী গাছ থেকে প্রতিদিন
ঝরে যায় যে পাপড়িগুলি
তার শরীরে অতৃপ্তির ধূসর আর্তনাদ ।
চাঁদের রাবারবল গড়াতে গড়াতে উঁকি মারে
জানালার শিকে
সময়ের পেন্ডুলাম দোলা খায়
হাঁক দ্যায় ঘন্টা-কাঁটায়।
শাক-পালার সংসারে এদিক ওদিক ছুটে বেড়ায়
দিন বদলের মাকু...
No comments:
Post a Comment