-->
জিরো বাউন্ডারি কবিতা আগস্ট

জিরো বাউন্ডারি কবিতার সপ্তম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট সেপ্টেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com
    • প্রথম সংখ্যা
    • দ্বিতীয় সংখ্যা
    • তৃতীয় সংখ্যা
    • চতুর্থ সংখ্যা
    • পঞ্চম সংখ্যা

রুমা ঢ্যাং অধিকারী



দিনান্ত


(৯)

আরও একবার ভোরের দিকে তাকিয়ে
                              নির্জনতা মুড়ি দিলাম
কয়েকপ্রস্থ কিশমিশভাব মজিয়ে রেখেছিল গতকাল
এখন মেঘগুলো নিচের তলায় দেখে
                                 একটা আমবাগানের কথা মনে হল
আসলে কালবৈশাখী এলেই
        ঠাকুমা আর বাগান জুড়ে যায় পাশাপাশি
আর আমি নকশীকাঁথায় তার গল্প পড়ে ফেলি

নমনীয় হবার কথা প্রসঙ্গে
             বদ্ধজলা বেড়ে যাচ্ছে
যদিও কুয়োর পাড়েই জলের লাবণ্য

১৭/০৩/২০১৮
রাত ১০.০৫






(১০)

একটি অর্ধনিমগ্ন গাছ থেকে ছায়া খসে গেলে
           কোকিল গেয়ে ওঠে অসময়ে
তবে রাত জিরোলে আমার হিজিবিজি কাটার ডাক আসে
অসাফল্যের পাত কুড়িয়ে তখন একটি কুয়োতলা
                                                        গেঁথে ফেলি
কাটাকুটির ঘর থেকে শূন্যগুলো ছড়িয়ে পড়েছে যে বারান্দায়
সেখানে মেঘের চিঠি নিয়ে আমি বসে আছি
 আর স্বপ্ন ভরিয়ে রাখছে পূর্বসূরিদের জিরাফ হওয়া
 যাদের কোন লালবাতি নেই তবু
       আবহমানকাল খানাখন্দের ওপর ছাতার রিফ্লেকশন
                                                                 জেগে আছে

২২/০৩/২০১৮
সকাল -  ১০.৪২
         






(১১)

একদিন খিড়কিজানলা থেকে ঝুলছিল
                  একটিমাত্র আলোর রেখা
উচ্ছন্নে যাবার জন্য যথেষ্ঠ ছিল
সেদিন যে সুড়ঙ্গে ইচ্ছার জলোচ্ছাস লেগেছিল
যত দীর্ঘ হয়েছে খনন
               কঙ্কালসার হয়েছে ছই
আলপথ নামাতে গিয়ে আজও
            মৃতদেহের মতো নিরুত্তর ভেসে চলেছি

পাক খেতে খেতে উবে যাচ্ছে প্রাক্তন কুণ্ডলীকৃত রাত
 আর কালো জলাশয়ের কপালে টিপের মতো
                         বিগত শুক্লপক্ষের ক্যামোফ্লেজ

২৬/০৪/২০১৮
সন্ধে - ৭.০০






(১২)

দীর্ঘ হতে হতে একটি বিবাহ ক্ষীনস্বর
আরও বেশি হাঁটা হলে মৌনভাবের আত্মপ্রকাশ

কখনোসখনো হলুদমধু খেয়ে
          কুড়িবেলা আজ প্রাপ্তবয়ষ্ক হল
যা কিছু থেকে গেল তার মধ্য দিয়ে সমস্ত দিন উড়ে যাচ্ছে
শিখে নিচ্ছি একক শিল্পের খুঁটিনাটি

রোদের গায়েহলুদ হওয়ার পর
                  অস্পষ্ট হয়ে যায় জমাটি মেঘ
আর আমার জীবনফাটা শব্দরা স্পষ্ট হয়ে আসে

এপ্রিলের প্রথমদিনে যখন বুকে জ্বলে ওঠে
                                   বোকা বানানোর রোল
মাস মৃত হলে আমি উৎসব শুরু করেছিলাম
এখন বার্ষিকীর তোরঙ্গে ভাঙাকাচের শব্দ শুনে
             একের পর এক আবরণে মুড়ে নিচ্ছি

আমার আর অমলতাস দেখা হবে না...

২৮/ ০৪/২০১৮
রাত -০৯.১৫








Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Home
Subscribe to: Posts (Atom)

ব্লগে অনুসন্ধান করুন

সম্পাদকীয়

  • আফজল আলি
  • রুমা ঢ্যাং অধিকারী

জিরো বাউন্ডারি কবিতা

  • নাসির ওয়াদেন
  • রবীন বসু
  • কার্তিক ঢক্
  • আশিস চৌধুরী
  • দেবাশিস কোনার
  • রণজিত্ পাণ্ডে
  • অভিষেক মিত্র
  • নিশীথ ভাস্কর পাল
  • বিপ্লব সরকার
  • সৌরভ বর্ধন
  • দেবদূত
  • রাহুল গাঙ্গুলী
  • অনিমেষ
  • সবর্না চট্টোপাধ্যায়
  • রুনা দত্ত
  • অর্ণব মণ্ডল
  • শুভদীপ পাপলু
  • অভিজিৎ দাসকর্মকার
  • অরুণকুমার দাস
  • প্রসেনজিৎ
  • দীপশিখা চক্রবর্তী
  • অয়ন মণ্ডল
  • সুদীপ ঘোষাল
  • পল্লব কর্মকার
  • সৌরভ ঘোষ
  • সম্পা পাল
  • বেথুন বেরা
  • উদয় শংকর দুর্জয়
  • দুলাল বর্মন
  • পলাশ চৌধুরী
  • এ কে আজাদ
  • শান্তনু পাত্র
  • দিপু খান
  • অনুরূপা পালচৌধুরী
  • দেবযানী সিনহা
  • পবিত্র কুমার ভক্তা
  • শোভন মণ্ডল
  • বিশ্বজিৎ প্রামাণিক
  • গোপা মুখোপাধ্যায়

জিরো বাউন্ডারি অনুকবিতা

  • ফিরোজ আখতার
  • সবর্না চট্টোপাধ্যায়
  • তাপস দাস
  • সুদীপ ঘোষাল

জিরো বাউন্ডারি দীর্ঘ কবিতা

  • সুপ্রীতি বর্মন
  • সন্দীপ_দাস

জিরো ডায়েরি কবিতা

  • রুমা ঢ্যাং অধিকারী

জিরো বাউন্ডারি গদ্য

  • আফজল আলি
  • বিশ্বজিৎ_প্রামাণিক

জিরোবিতান

  • অনুপ বৈরাগী

প্রবন্ধ

  • সুদীপ্ত বিশ্বাস

জিরো বাউন্ডারি সাক্ষাৎকার

  • কবি নবকুমার পোদ্দারের সাক্ষাৎকার

বইবার্তা

  • তবুও বৃষ্টি আসুক” : শফিকুল ইসলাম

যোগাযোগ

  • সম্পাদকঃ আফজল আলি
  • সম্পাদকঃ রুমা ঢ্যাং অধিকারী
  • সহ-সম্পাদকঃ অনুপ বৈরাগী
  • সহ-সম্পাদকঃ অয়ন মণ্ডল

লেখা পাঠাবার নিয়মাবলী

* ইমেলবডিতে বা একটা ডকুমেন্ট ফাইলে দুটো কবিতা অভ্র ফন্টে টাইপ করে জমা দিতে হবে। আলাদা মেলে দিলে গ্রহণ হবে না।

* কবিতা সম্পর্কিত গদ্যলেখা জমা দেওয়া যাবে।

* আপনার পড়া বইয়ের রিভিউ পাঠান। সাথে বইয়ের প্রচ্ছদের ছবি

* রিভিউ প্রকাশ করানোর জন্যে আপনার বই পাঠাতে(সফ্ট কপি হলেও চলবে) আমাদের সাথে যোগাযোগ করুন


* সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে লেখা জমা দেওয়া যাবে।

* আমাদের ইমেল আইডি - 0boundarykabita17@gmail.com

* লেখা মনোনীত হলে পত্রিকায় প্রকাশিত হবে। আমরা প্রাপ্তিসংবাদ জানাতে অপারগ।

* লেখা মনোনয়নের ক্ষেত্রে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত ।

আমাদের সম্পর্কে

My photo
জিরো বাউন্ডারি কবিতা
View my complete profile

মূল ব্লগে আসুন

  • Zero Boundary Concept and Kabita
    শম্পা সামন্তর কবিতা

অনুসরণ করেছেন

Total Pageviews

5993
maintained by Ruma Dhang Adhikary from Zero Boundary Kabita . Awesome Inc. theme. Powered by Blogger.