আরও মুঠো মুঠো বিষ ঢালো। মাখো
গালে নাকে মুখে
বেশ তো দেখাচ্ছে ফাঁটা-ফাঁটা লাবণ্যে
শোনো, ফুলের গন্ধে কোনো রঙ লেগে
নেই। ফোটা-ফোটা বৃষ্টি আর
গাড়ি-ওড়া ধুলোধোঁয়া থেকে তার, খসে
পড়েনা একটিও ঘ্রাণ
তাই ফুল হও। ফুলের সুবাস হও
প্রেমিকারা এসে বন্দী হচ্ছে পথিকের সহজাত দূরবীনে
No comments:
Post a Comment