বাবা নামের অসীম সূর্যটাকে
মা প্রশস্ত কপালে ধারণ করেন
আর আমি অনন্ত সমুদ্ররের যাত্রী হয়ে
অনুভব করি ইন্দ্রিয়- পদার্থে ঈশ্বরীয় আলো...
মা প্রশস্ত কপালে ধারণ করেন
আর আমি অনন্ত সমুদ্ররের যাত্রী হয়ে
অনুভব করি ইন্দ্রিয়- পদার্থে ঈশ্বরীয় আলো...
এভাবেই
অভাবে - স্বভাবে, আবাদে- বিবাদে মাঠ
ভরে বেঁচে থাকি!
এই সুখ কুলোয় না
কখনো ফুরোয় না...
অভাবে - স্বভাবে, আবাদে- বিবাদে মাঠ
ভরে বেঁচে থাকি!
এই সুখ কুলোয় না
কখনো ফুরোয় না...
এভাবেও...
বৃষ্টি হচ্ছে, প্রেমিকা ডাকছে
পিঁড়িতে বসে খাই,
এদিক সেদিক তাকাই,
এভাবে কেউ খায়...
পিঁড়িতে বসে খাই,
এদিক সেদিক তাকাই,
এভাবে কেউ খায়...
খেতে বসলেই প্রেমিকা চলে আসে,
প্রেমের পেট খুলে দেখায়,
হায়রে নাভি!
প্রেমের পেট খুলে দেখায়,
হায়রে নাভি!
একমুঠো ভাতে ভরে যায়
No comments:
Post a Comment