একটা প্রকান্ড গাছ দাঁড়িয়ে আছে মৃত্যু সেজে
ছায়ার ঘন ঘোমটা টেনে চোখে পড়ছে
মানব বিজ্ঞানের ছোঁয়ায় চঞ্চল
উজ্জ্বল চোখ ওলা ল্যাম্পপোস্ট গুলো
পোস্টার থেকে পোস্টারে ছুটছে সম্পর্কের সজীবতা
-বিদ্যুৎ,
ইলেকট্রিক তার গুলো সেজেছে সম্পর্ক-
তাতে বয়ে চলেছে রাগ আনন্দ অভিমান,
যেন পোস্টার সেজে দাঁড়িয়েছি আমারা
ছায়ার ঘন ঘোমটা টেনে চোখে পড়ছে
মানব বিজ্ঞানের ছোঁয়ায় চঞ্চল
উজ্জ্বল চোখ ওলা ল্যাম্পপোস্ট গুলো
পোস্টার থেকে পোস্টারে ছুটছে সম্পর্কের সজীবতা
-বিদ্যুৎ,
ইলেকট্রিক তার গুলো সেজেছে সম্পর্ক-
তাতে বয়ে চলেছে রাগ আনন্দ অভিমান,
যেন পোস্টার সেজে দাঁড়িয়েছি আমারা
বুঝি মানুষ তার আবেগ দিয়ে নগর সাজিয়েছে!
হঠাৎ একদিন প্রকৃতির ধুন্ধুমার তান্ডবে
মৃত্যু গাছটার মৃতদেহ পড়লে
সম্পর্ক ইলেকট্রিক তারের উপর
দুই সংযোগ পোস্টারে লাগলো হেঁচকা টান
তারে তারে ঘষা,ফুলকি রূপে বেড়িয়ে এলো কান্না…
মৃত্যু গাছটার মৃতদেহ পড়লে
সম্পর্ক ইলেকট্রিক তারের উপর
দুই সংযোগ পোস্টারে লাগলো হেঁচকা টান
তারে তারে ঘষা,ফুলকি রূপে বেড়িয়ে এলো কান্না…
একটি পোস্টার সমূলে উপড়ে পড়লো
অন্যটি দাঁড়িয়ে রইলো শিরদাঁড়া টানটান করে
বুঝলাম কার কাছে সম্পর্কের মূল্য ছিল কতটা
বুঝলাম যার সহ্য ক্ষমতা যত বেশি
সেই যোগগতমের'ই হয় উদবর্তন।
অন্যটি দাঁড়িয়ে রইলো শিরদাঁড়া টানটান করে
বুঝলাম কার কাছে সম্পর্কের মূল্য ছিল কতটা
বুঝলাম যার সহ্য ক্ষমতা যত বেশি
সেই যোগগতমের'ই হয় উদবর্তন।
সত্যিই, মানুষ আবেগ দিয়ে নগর সাজিয়েছে।
পথ
যে পথ ছেড়ে চলে গিয়েছিলে তুমি
সে পথ নিয়েছে বাঁক আরো পরিণত
কাঁকর ঢাকা আমার পুরুষ বুকে
রয়ে গেছে শুধু লাল পাথরের ক্ষত
সে পথ নিয়েছে বাঁক আরো পরিণত
কাঁকর ঢাকা আমার পুরুষ বুকে
রয়ে গেছে শুধু লাল পাথরের ক্ষত
তবু ভেসে আসে হৃদয় আকাশে তোমার ডালিম গন্ধ
পথ বুকে আর বাজেনি তোমার নুপুর পায়ের ছন্দ
পথ বুকে আর বাজেনি তোমার নুপুর পায়ের ছন্দ
সেতার বক্ষে বাঁধে হেমলক দানা
লাল কুঞ্চিত জরিন ফিতার টানে
পথের দুধারে নিয়ন আলোর জলসা
রং চটা সেই সুখী ভিখারির মতো
সে পথ নিয়েছে বাঁক আরো পরিণত।
দিনের হাপড়ে যাত্রীর আনাগোনা
রাতের সাগরে লেগেছে হাস্নুহানা
নুড়ির আঘাতে অবিরাম পদযাত্রা
মাত্রা ছাড়ায় সে পথের আনুগত্য
যে পথ সাজিয়ে চলে গিয়েছিলে তুমি
কেঁদেছিল যে অনাথ শিশুর মতো।
সে পথ নিয়েছে বাঁক আরো পরিণত
বাঁকা চাঁদ বাঁকা পথ বাঁকা কথা
বাঁকা ধোঁয়া আজ জ্বলছে আগাছা গুল্ম
পথের ধুলায় মিশে যায় অভিমান
শাড়ির আঁচলে বুনো ক্যাকটাস ক্ষত
সে পথ নিয়েছে বাঁক আরও পরিণত।
গুরুগম্ভীর পথের সত্তা নিদ্রায়
পদাঘাতে সে কঠিন হয়েছে যত
সবাকার হয়ে বাঁচতে শিখেছে খুব
উড়িয়ে দিয়েছে আবেগ ধূলার মতো
যে পথ ছেড়ে চলে গিয়েছিলে তুমি
সে পথ নিয়েছে বাঁক আরও পরিণত।।
লাল কুঞ্চিত জরিন ফিতার টানে
পথের দুধারে নিয়ন আলোর জলসা
রং চটা সেই সুখী ভিখারির মতো
সে পথ নিয়েছে বাঁক আরো পরিণত।
দিনের হাপড়ে যাত্রীর আনাগোনা
রাতের সাগরে লেগেছে হাস্নুহানা
নুড়ির আঘাতে অবিরাম পদযাত্রা
মাত্রা ছাড়ায় সে পথের আনুগত্য
যে পথ সাজিয়ে চলে গিয়েছিলে তুমি
কেঁদেছিল যে অনাথ শিশুর মতো।
সে পথ নিয়েছে বাঁক আরো পরিণত
বাঁকা চাঁদ বাঁকা পথ বাঁকা কথা
বাঁকা ধোঁয়া আজ জ্বলছে আগাছা গুল্ম
পথের ধুলায় মিশে যায় অভিমান
শাড়ির আঁচলে বুনো ক্যাকটাস ক্ষত
সে পথ নিয়েছে বাঁক আরও পরিণত।
গুরুগম্ভীর পথের সত্তা নিদ্রায়
পদাঘাতে সে কঠিন হয়েছে যত
সবাকার হয়ে বাঁচতে শিখেছে খুব
উড়িয়ে দিয়েছে আবেগ ধূলার মতো
যে পথ ছেড়ে চলে গিয়েছিলে তুমি
সে পথ নিয়েছে বাঁক আরও পরিণত।।
No comments:
Post a Comment